ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলায় গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলায় আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, পৌর মেয়র ওবাইদুর চৌধুরী জিপু, উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় অতিথিরা বক্তব্যে বলেন, পুলিশকে ভয় নয়, সবাইকে বন্ধু ভাবতে হবে।

এছাড়া আলোচনা সভায় বর্তমানে দেশে জঙ্গিবাদ নির্মুলে পুলিশের বিভিন্ন কার্য ভূমিকারও প্রশংসা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।