শনিবার (২৮ অক্টোবর) সকালে শহরের জিলা স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় র্যালি উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য আব্দুল মালেক। সেখানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
র্যালি শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহরের পুলিশ লাইনস মাঠে আলোচনা সভা ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৮, ২০১৭
আরবি/