ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাত্যায়নীর মহাঅষ্টমীতে মাগুরায় লাখো মানুষের পদচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
কাত্যায়নীর মহাঅষ্টমীতে মাগুরায় লাখো মানুষের পদচারণা কাত্যায়নীর মহাঅষ্টমীতে মাগুরায় লাখো মানুষের পদচারণা

মাগুরা: মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার মহাঅষ্টমী আজ। পূজার প্রথম দিন থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মানুষের পদচারণায় মুখর মাগুরা শহর।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ পূজা চলবে সোমবার (৩০ অক্টোবর) পর্যন্ত। তবে এ পূজা উপলক্ষে বসা মেলা চলবে মাসব্যাপী।

এবার মণ্ডপগুলোতে দুর্গা পূজার আদলে স্থাপন করা হয়েছে বাহুবলী টুসহ বিভিন্ন ডিজাইনের কাত্যায়নী প্রতিমা। কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে গেট-প্যান্ডেল ও লাইটিংয়ের মাধ্যেমে। ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে অসুর বধের দৃশ্য। আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা শহর।

সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা যুবক খোকন বিশ্বাস বাংলানিউজকে জানান, তাদের এলাকার প্রায় প্রতিটি গ্রাম থেকে বাস, মাইক্রোবাস ভাড়া করে মানুষ এসেছেন মাগুরায় কাত্যায়নী পূজা দেখতে।

দিনাজপুর থেকে আসা শর্মিলা রানী বাংলানিউজকে বলেন, ভারতের দুর্গা পূজার চেয়ে মাগুরার কাত্যায়নী পূজার আয়োজন তাকে বেশি আকৃষ্ট করেছে।  

কাত্যায়নীর মহাঅষ্টমীতে মাগুরায় লাখো মানুষের পদচারণা

সম্মিলিত কাত্যায়নী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুণ্ডু বাংলানিউজকে বলেন, দেশ-বিদেশের লাখো দর্শণার্থীর আগমনের কথা মাথায় রেখে প্রায় প্রতিটি মণ্ডপে ব্যাপক আয়োজন করা হয়েছে। কোনো মন্দিরে ডিসপ্লের মাধ্যমে অসুর বধের দৃশ্য দেখানো হচ্ছে, কোথাও বাহুবলী-টুর আদলে প্রতিমা তৈরি করা হয়েছে। আবার কোথাও গেট প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে কুরুক্ষের যুদ্ধের দৃশ্য।

তিনি আরো জানান, রোববার (২৯ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাগুরায় আসছেন কাত্যায়নী পূজা দেখতে।
   
স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগো মাগুরার সাধারণ সম্পাদক’ সৈয়দ বারিক আনজাম বার্কি বাংলানিউজকে বলেন, মাগুরায় অনুষ্ঠিত কাত্যায়নী উৎসব জেলার ধর্মীয় সম্প্রীতিকে মজবুত করেছে। কারণ এ উৎসবে সকল ধর্মের মানুষ অংশ নেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, পৌর এলাকায় ১৫টিসহ জেলায় এ বছর মোট ৯১টি মন্দিরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শন্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে জেলার পাশাপাশি আশপাশের জেলা থেকে আসা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, আনসার, ভিডিপি ও স্বেচ্ছাসেকগণ দায়িত্বপালন করছেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।