ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে কমিউনিটি পুলিশিং দিবসে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
মেহেরপুরে কমিউনিটি পুলিশিং দিবসে আলোচনা সভা

মেহেরপুর: মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং দিবস-২০১৭ উদযাপন করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালি বের হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক ডা. আবুল বাশার, মেহেরপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শিল্পপতি জহিরুল ইসলাম মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।