শুক্রবার (২৭ অক্টোবর) রাতে কাউন্সিলের দ্বিতীয় পর্বে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১০৮ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অসীম কুন্ডু পুনরায় নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে সাবেক কমিটির যুগ্ম সম্পাদক যোগেশ দত্ত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুখেন মজুমদার ২১ ভোট ও তপন কুমার ঘোষ ২১ ভোট পেয়েছেন। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এর আগে শুক্রবার ১২টায় যশোর পৌর কমিউনিটি সেন্টার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কাউন্সিল উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
আরআর