শনিবার (২৮ অক্টোবর) সকালে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়াম গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া।
এতে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, সাবেক যুবলীগ সভাপতি সভাপতি এম এ হালিম প্রমুখ।
পরে টেলিভিশন ও বেতারের স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/