ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খালেদা জিয়া আদালতে গিয়ে মায়া কান্না করছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
খালেদা জিয়া আদালতে গিয়ে মায়া কান্না করছেন কমিউনিটি পুলিশিং ডে’তে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া আদালতে গিয়ে মায়া কান্না করছেন। আদালত অন্ধ ও বধির। আদালতে অহেতুক মায়া কান্না করে কোনো লাভ হবে না। তিনি ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘসূত্রতা করে এখন আদালতে গিয়ে মায়া কান্না করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার আটি পাঁচদোনা মাঠে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে কমিউনিটি পুলিশ কেরানীগঞ্জ মডেল থানা সেলের উদ্যোগে আয়োজিত মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

তাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক মামলা থাকে সেগুলো প্রত্যাহার হলে কোনো সমস্যা নেই। কিন্তু তারা যে আগুন সন্ত্রাস করেছে সেসব মামলা প্রত্যাহার করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয়ার কোনো সুযোগ নেই। এতে নির্বাচনে শান্তি নষ্ট হবে।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্‌ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফ রায়হান চৌধুরী, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমীন ও কমিউনিটি পুলিশ কেরানীগঞ্জ মডেল থানা সেলের সভাপতি মো. আমিন উল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন-কালিন্দী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী, রুহিতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ও বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।