ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’তে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’তে র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশিং কমিটি। র‌্যালিতে অন্তত ৫ হাজার লোক অংশ নেয়।

 

এর আগে বেলুন উড়িয়ে পুলিশিং ডে’র উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অ্যাডভোকেট মো. আবু জাহির।

পুলিশ সুপার বিধান ত্রিপুরার সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান আলোচক ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।

বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম।

এসময় বক্তব্য রাখেন- হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও আ স ম শামসুর রহমান ভূঞা সামস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, কমিউনিটি পুলিশিং নেতা অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মোতাচ্ছিরুল ইসলাম, লায়ন মো. হিরাজ মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।