ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বাস টার্মিনাল এলাকায় হকার নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সৈয়দপুরে বাস টার্মিনাল এলাকায় হকার নিষিদ্ধ

নীলফামারী: এক নারী যাত্রীকে শ্লীলতাহানিসহ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে হকার নিষিদ্ধ করেছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

শনিবার (২৮ অক্টোবর) সকালে সংগঠনটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।

আলতাফ হোসেন জানান, অপরাধীর কারণে টার্মিনাল এলাকায় বদনাম মেনে নেওয়া যায়না।

তাই প্রকৃত অপরাধী শনাক্ত এবং আইনের আওতায় না আসা পর্যন্ত টার্মিনাল এলাকায় হকার নিষিদ্ধ করা হয়েছে।

এরআগে, ভোরে ঢাকা থেকে আসা এক নারী যাত্রী সৈয়দপুর বাস টার্মিনালে নামেন। এ সময় ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে টার্মিনাল এলাকার টিকেট কাউন্টারের পেছনে যান। সেখানে অজ্ঞাতপরিচয় এক হকার ওই নারীকে একা পেয়ে শ্লীলতাহানি ঘটিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে ওই নারী নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে বিষয়টি জানায়। এ ঘটনায় শ্রমিক নেতৃবৃন্দ জড়িতদের খুঁজে বের করে না দেওয়া পর্যন্ত টার্মিনাল এলাকায় হকার নিষিদ্ধ করেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।