শনিবার (২৮ অক্টোবর) সকালে সংগঠনটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।
আলতাফ হোসেন জানান, অপরাধীর কারণে টার্মিনাল এলাকায় বদনাম মেনে নেওয়া যায়না।
এরআগে, ভোরে ঢাকা থেকে আসা এক নারী যাত্রী সৈয়দপুর বাস টার্মিনালে নামেন। এ সময় ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে টার্মিনাল এলাকার টিকেট কাউন্টারের পেছনে যান। সেখানে অজ্ঞাতপরিচয় এক হকার ওই নারীকে একা পেয়ে শ্লীলতাহানি ঘটিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে ওই নারী নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে বিষয়টি জানায়। এ ঘটনায় শ্রমিক নেতৃবৃন্দ জড়িতদের খুঁজে বের করে না দেওয়া পর্যন্ত টার্মিনাল এলাকায় হকার নিষিদ্ধ করেন।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি