ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে কৃষক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
যশোরে কৃষক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন যশোরে কৃষক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন, ছবি: বাংলানিউজ

যশোর: যশোরে আব্দুস সাত্তার (৪৫) নামে এক কৃষক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে সদর উপজেলার কচুয়াসহ আশপাশের গ্রামের শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান কাবুল, মিজানুর রহমান, মঞ্জুরুল আলম, হারুণ-অর-রশিদ, আবুল কালাম আজাদ প্রমুখ।

গত ২৩ আগস্টে কচুয়ায় চার ভাই মিলে চাচা আব্দুস সাত্তারকে পিটিয়ে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের ছেলে আজমীর হোসেন রানা ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। কয়েকজন আসামিকে গ্রেফতার করলেও পরে তারা জামিনে মুক্তি পান।

মামলার তদান্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সুকুমার রায় বলেন, ‘মামলার কয়েক আসামিকে গ্রেফতার করা হয়েছিলো। তবে তারা জামিনে মুক্তি পেয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যহত রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।