ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে যেভাবে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে ভোলায় কমিউনিটি পুলিশিং ডে-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন খ্যাতিমান নেতা।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবতার সেবা দিয়ে তিনি সারাবিশ্বে প্রশংসা অর্জন করেছেন।

জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, কোস্টগার্ড কমান্ডার ক্যাপ্টেন মো. মোসায়েদ, আভি কমান্ডার জানে আলম সুফিয়ান, কমিউনিটি পুলিশিং আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, চেম্বার পরিচাক শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য অধ্যক্ষ সাফিয়া খাতুন এবং এসআই রাসেলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।