শনিবার (২৮ অক্টোবর) সকালে ভোলায় কমিউনিটি পুলিশিং ডে-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন খ্যাতিমান নেতা।
জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, কোস্টগার্ড কমান্ডার ক্যাপ্টেন মো. মোসায়েদ, আভি কমান্ডার জানে আলম সুফিয়ান, কমিউনিটি পুলিশিং আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, চেম্বার পরিচাক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য অধ্যক্ষ সাফিয়া খাতুন এবং এসআই রাসেলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনটি