শনিবার (২৮ অক্টোরব) বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি জানান, রেললাইন পারাপারের সময় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওইব্যক্তির মৃত্যু হয়।
মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। তার পরনে ছিল সাদা লু্ঙ্গি ও নীল রঙের গেঞ্জি।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এএসআই রবিউল্লাহ।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এজেডএস/এমএ