শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুরে 'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এ স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশ লাইন্স মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিং হলো স্বেচ্ছাশ্রম আন্দোলন।
তিনি এ সময় কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাড়াতে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে সকালে তিনি বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। পরে গ্রাম্য সাঁজে ঘোড়ার ও গরুর গাড়ি, ব্যান্ড পার্টিসহ র্যালি পুলিশ লাইন্স স্কুল মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক দিয়ে জাহাজ কোম্পানি মোড় হয়ে ঘুরে এসে আবার সেখানেই শেষ হয়। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জাকির হোসেন ও কমিউনিটি পুলিশিং অফিসার (এসআই) মুহিব্বুল ইসলামের সঞ্চালনায় এবং রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক এবং কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির প্রধান পৃষ্ঠপোশক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ, রংপুর র্যাবের পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলার সমন্বয় কমিটির আহ্বায়ক সদরুল আলম দুলু, সদস্য সচিব সুশান্ত ভৌমিক প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিকেলে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির সদস্যরা, মহানগর কমিটির নেতা, সদর উপজেলা কমিটির নেতারাসহ বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ সদস্যরা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এএটি