ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
গফরগাঁওয়ে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকে মুর্শিদ মন্ডল (২৮) নামে এক নিখোঁজ সিএনজি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।  

এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার নিগুয়ারি ইউনিয়নের বেলদিয়া গ্রামের একটি পরিত্যক্ত টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মন্ডল ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক বলে জানা গেছে।

গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বাংলানিউজকে জানান, মন্ডলকে গত শনিবার (২১ অক্টোবর) বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।  

তিনি আরও বলেন, এ ঘটনায় সোমবার মন্ডলের ভাই খোরশেদ আলম বাদী হয়ে আজিম উদ্দিনসহ ২ জনকে আসামি করে সোমবার (২৩ অক্টোবর) পাগলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) আজিমকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ওই গ্রামের একটি পরিত্যক্ত টয়লেট থেকে মন্ডলের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি চাঁন মিয়া।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭ 
এমএএএম/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।