ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

 

রোববার (২৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের আব্দুর রশিদ (৫০) ও তার ছেলে হাসান আলী (২৫)।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, আব্দুর রশিদ ও তার ছেলে হাসান একই এলাকার তানিয়া ব্রিকস নামে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার দুপুরে তারা ইটভাটায় থাকা বাঁশ সরাতে যান। এসময় ওই বাঁশে জড়ানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এ অবস্থায় স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।