রোববার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মইয়ার হাওরের কাটাগাঙ্গের কইয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিলুফা বেগম ওই উপজেলা চিলাওরা হলিদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর সদর উপজেলা থেকে নৌকায় ৫০ জন যাত্রী নিয়ে হলিকোন গ্রামের উদ্দেশ্য যাচ্ছিলো। নৌকাটি মইয়ার হওরে কইয়ারকান্দি এলাকায় পৌঁছালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে হাওরে ডুবে যায়। এতে নৌকার যাত্রীরা পাড়ে উঠে এলেও নিলুফা পানিতে ডুবে মারা যান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনটি