ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা

নীলফামারী: নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে অ্যাডভোকেসি ও মোবিলাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কর্মশালার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল।

এলসিবিসিই’র আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন নীলফামারীর ডিডিএলজি’র উপ পরিচালক আব্দুল মোতালেব সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম, ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের প্রকল্প প্রধান সোনিয়া আরফিন, ইউনিসেফের রংপুর বিভাগের শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা ভেস প্রসাদ গৌতম।

কর্মশালায় জেলার ইমাম, নিকাহ ও তালাক রেজিস্ট্রার, হিন্দু বিয়ে রেজিস্ট্রার, সংশ্লিস্ট দফতরের সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।