ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের এমডি হলেন এমএএন ছিদ্দিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
মেট্রোরেলের এমডি হলেন এমএএন ছিদ্দিক

ঢাকা: অবসরোত্তর ছুটিতে থাকা সরকারের সচিব এমএএন ছিদ্দিককে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ডিএমটিসিএলের এমডি নিয়োগ পেয়ে ২৬ অক্টোবর তিনি যোগ দিয়েছেন বলে রোববার (২৯ অক্টোবর) সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
এমএএন ছিদ্দিক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি অবসরোত্তর ছুটিতে যাওয়ার পর গত ১২ অক্টোবর পরিকল্পনা কমিশনের সদস্য মো. নজরুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ দেয় সরকার।
 
ঢাকা শহরের যানজট নিরসনে প্রায় ২০ কিলোমিটারের মেট্রোরেল উত্তরা তৃতীয় ফেজ থেকে মিরপুরের পল্লবী, ফার্মগেট, দোয়েল চত্বর, প্রেসক্লাব হয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে শেষ হবে। এ রেলপথে স্টেশন থাকবে ১৬টি।
 
এমআরটিতে মোট ২৮ জোড়া মেট্রোরেল চলাচল করবে। রাস্তার মাঝ বরাবর ওপর দিয়ে উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে এই মেট্রোরেল। এ পথ পাড়ি দিতে সময় লাগবে ৪০ মিনিটেরও কম।
 
গত ২ আগস্ট থেকে মেট্রোরেলের উত্তরা তৃতীয় ফেজ থেকে আগারগাঁও পর্যন্ত ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণের টেস্ট পাইলিং কাজ শুরু হয়। এ অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭ কিলোমিটার। যেখানে থাকবে ৯টি স্টেশন। এই অংশটুকু ২০১৯ সালের মধ্যেই উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাঁচ সেট ট্রেন উত্তরা-আগারগাঁও রুটে চালানো শুরু হবে।
 
রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনের সামনের সড়কে সম্প্রতি প্রকল্পটির কাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।