ঢাকা মহানগরীতে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানের সেবা ও উন্নয়ন কার্যক্রম সমন্বয় সংক্রান্ত প্রথম সভায় এ সুপারিশ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার (২৯ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।
রাজধানীতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার জন্য যানজটসহ নানা ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এ নিয়ে চরম বিড়ম্বনার মধ্যে পড়েন রাজধানীবাসী।
ঢাকা মহানগরীর সেবা সংস্থাগুলোর কাজের সমন্বয়ের সুবিধার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে গত আগস্ট মাসে এ কমিটি গঠন করা হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়, সভায় ঢাকা মহানগরীর নাগরিক ভোগান্তির কারণ এবং তা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব নাগরিক ভোগান্তির কারণ হিসেবে আর্বিভূত হয়। এছাড়া যথাযথ পরিকল্পনার অভাব, মানুষের অসচেতনতা এবং দখলদারিত্বের কারণে ভোগান্তি বাড়ে।
‘সভায় বিভিন্ন সংস্থাকে পরস্পরের মধ্যে সমন্বয় করে উন্নয়ন কাজ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এছাড়া গাফিলতির জন্য জরিমানা প্রথা চালুর সুপারিশ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট সংস্থার প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমআইএইচ/এএ