ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৩৬ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বেনাপোলে ৩৬ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক বেনাপোলে ৩৬ হাজার ভারতীয় রুপীসহ যুবক আটক, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোলে ৩৬ হাজার ভারতীয় রুপিসহ রুমান (৩৮) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ড থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

আটক রুমান সিলেটের শিবগঞ্জ উপজেলার হেলাল উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানায়, ভুয়া সিঅ্যান্ডএফ কার্ড গলায় ঝুলিয়ে বেনাপোল সীমান্তের বাংলাদেশ গেটে নব নির্মিত চেকপোস্ট পার হওয়ার সময় বিজিবির সন্দেহ হয়। এসময় তারা ওই যুবকের পরিচয়পত্র পরীক্ষা করে জানতে পারেন সেটা ভুয়া। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ৮২০ রুপি উদ্ধার হয়। তবে কে তাকে পার করছিলো তা জানা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওয়াব আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে আটক রুমান জানান, খায়রুল নামে এক যুবক ৫০০০ হাজার টাকার বিনিময় কম্পিউটার থেকে এ কার্ডটি তৈরি করে খাইরুল নামে এক দালালের মাধ্যমে ভারতে পাঠাচ্ছিলো। তবে তিনি খায়রুলের ঠিকানা বলতে পারেনি।

স্থানীয়রা জানান, সাম্প্রতি বাংলানিউজে 'বেনাপোল সীমান্তে অরক্ষিত বাংলাদেশ প্রবেশ দ্বার' শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর বিজিবি প্রধান ফটকের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এর মধ্যে (নোম্যান্সল্যান্ড এলাকায় ) তিনটি চেকপোস্ট বসায়। এর একটিতে পরিচয়পত্র ব্যবহার করে দু'দেশের মধ্যে যাতায়াতকারী বিভিন্ন পেশার মানুষের বিস্তারিত রেজিস্টারে এন্টি ও তাদের সঙ্গে থাকা পরিচয়পত্র পরীক্ষার করা হচ্ছে এবং অন্য চেকপোস্ট দু'টিতে আমদানি-রফতানি বাণিজ্যের র্কাযক্রম পর্যবেক্ষণ ও পণ্যের হিসাব রেজিস্টারে লিখে রাখা হচ্ছে। যা আগে কখনো ছিলনা। ফলে এখানে অনিয়ম কমেছে আর অপরাধীরা পড়ছে ধরা।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এজেডএই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।