রোববার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, দেখেশুনে গাড়ি চালাবেন। আপনাদের যখন অনেকে ‘ঘাতক’ বলে আমার খুব কষ্ট হয়।
ওবায়দুল কাদের বলেন, অধিক গতিতে গাড়ি চালাবেন না। অধিক বোঝাই গাড়ি চালাবেন না।
সড়কের উন্নয়নের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আগে ১২ ঘণ্টার রাস্তা এখন পাঁচ ঘণ্টায় যাচ্ছেন।
অনুষ্ঠানে ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা রাস্তায় পুলিশি হয়রানি, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র পেতে বিআরটিএ’র হয়রানি, রেজিস্ট্রেশন জটিলতা বিষয়ে বিভিন্ন অভিযোগ করেন।
সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আমরা এ নিয়ে বৈঠক করেছি। সেখানে পরিবহন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যবস্থা ও আমাদের সিদ্ধান্তের বিষয়ে সবাইকে জানাননি তারা। বিষয়টি সবাই জানেন না বলেই এখানে একটা আবেগের বিস্ফোরণ হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান চালকদের উদ্দেশে বলেন, সাবধানে গাড়ি চালাবেন। আপনাদের কারণে যেন কোনো দুর্ঘটনা না হয়।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হকসহ অন্যরা।
‘কখনো খালেদা জিয়া কাঁদে, কখনো ফখরুল কাঁদে’
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমইউএম/আইএ