ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় আটক দুই চোর কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
তারাকান্দায় আটক দুই চোর কারাগারে তারাকান্দায় আটক দুই চোর কারাগারে, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় আটক দুই অটোরিকশা চোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটককৃত চোররা হলেন আলমগীর (৫০) ও মামুন (৪৫)।

রাতে আটককৃতদের কারাগারে পাঠানোর তথ্যটি তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান।

তিনি জানান, শনিবার (২৮ অক্টোবর) রাতে ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রী হয়ে স্থানীয় নয়ন মিয়ার (১৯) ব্যাটারিচালিত অটোরিকশায় চড়েন তিন চোর। পরে তারা তারাকান্দার উত্তর বাজারের গ্রামীণ টাওয়ারের সামনে এসে থামলে তারা চালককে অটোরিকশা থামাতে বলেন। পরে এক চোর বাজারের কথা বলে সেখানে যায়।

দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ওই চোর না ফেরায় অটোরিকশায় থাকা দুই চোর অটো চালককে তাকে খোঁজতে যেতে বলেন। এ সময় অটোচালক ওই চোরকে খোঁজতে গেলে চোর আলমগীর (৫০) ও মামুন (৪৫) অটোরিকশা নিয়ে চম্পট দেন। পরে স্থানীয়দের সহায়তায় স্থানীয় রামপুর এলাকা থেকে গভীর রাতে পুলিশ অটোরিকশাসহ ওই দুই চোরকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।