ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লাইসেন্স বিহীন জ্বালানি তেল বিক্রেতাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
লাইসেন্স বিহীন জ্বালানি তেল বিক্রেতাকে জরিমানা লাইসেন্স বিহীন জ্বালানি তেল বিক্রেতাকে জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে লাইসেন্স বিহীন জ্বালানি তেল বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সাকোয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, লাইসেন্স না করেই সাকোয়া বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করছে এমন খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন ফোর্স নিয়ে অভিযান চালান।

এসময় বাজারের জহুরুল হকের জ্বালানি বিক্রির ডিবুতে গিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সময় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে ওয়েলডিংয়ের কাজ করার অপরাধে একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।