রোববার (২৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।
এসময় ১৫ জন ক্ষতিগ্রস্তকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করীম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমানসহ বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ