ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে আটক গরু ব্যবসায়ী মানিককে (২৫) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বালিয়াডাঙ্গী পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে আটক গরু ব্যবসায়ীকে ফেরত দেয় বিএসএফ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পতাকা বৈঠক শেষে মানিককে ফেরত দেয়ার পর বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ভারত থেকে গরু আনতে যাওয়ার অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।