ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষে আহত ২০, আটক ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
কোটালীপাড়ায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষে আহত ২০, আটক ১৪

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হিরণ গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুল ফারুক বাংলানিউজকে জানান, দুই পাড়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সম্প্রতি স্থানীয় হিরণ পঞ্চপল্লী স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার ওই স্কুলে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচন ছিলো। এ নির্বাচনের বিরোধের জের ধরে সন্ধ্যায় দুই পাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৮ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ২ জনের অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।