সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল-বাহাদুরপুর সড়কের বোয়ালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশ। ইকবাল বেনাপোল ইউনিয়নের বৌলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব মামলায় হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) ফিরোজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুরে গ্রেফতার হওয়া আসামি ইকবালকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এজেডএই/এসআরএস