সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নে সরাইচন্ডী এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিটের লিডার নুরুন্নবীসহ অন্যান্য সদস্যরা সকাল সাড়ে ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন।
এর আগে রোববার (২৯ অক্টোবর) বিকেলে সরাইন্ডী গ্রামের ৬ ব্যক্তি ইছামতি নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার এর এক পর্যায়ে হঠাৎ করেই নিখোঁজ হন সাখাওয়াত। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে রাতেই রাজশাহী থেকে ডুবুরি নিয়ে আসেন। সকালে এক ঘণ্টা চেষ্টার পর নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসএইচ