ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১০ কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১০, ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওয়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওয়াপাড়া বাজার এলাকায় মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের  সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কমপক্ষে ১০জন আহত হয়। এসময় বাস ও ট্রাকের সামনে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এদের মধ্যে কয়েকজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  বিষয়টি বাংলা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।