ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলার আসামি গ্রেফতার ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ: চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসিজদে বোমা হামলার চার্জশিটভুক্ত আসামি বাবলু রহমানকে ঝিনাইদহ শহর থেকে আটক করেছে র‌্যাব-৬।

সোমবার (৩০ অক্টোবর) সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবলু রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারইখালী গ্রামের মো. আব্দুল গফ্ফার সর্দারের ছেলে।

ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বাংলানিজউকে এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির দু’টি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন মুসল্লি আহত হয়। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদী হয়ে ইপিজেড থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে।

দীর্ঘ তদন্ত শেষে এ মাসের ১৫ তারিখে তদন্তকারী কর্মকর্তা উসমান গণি আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার আসামি মান্নান, রমজান ও গাফফার কারাগারে রয়েছেন। পলাতক ছিলেন বাবলু ও সাখাওয়াত। বাবলু রহমান নব্য জেএমবি সরওয়ার তামিম গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।