ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া- কাঁঠালবাড়ি রুটে নৌযান চলাচল সাময়িক বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
শিমুলিয়া- কাঁঠালবাড়ি রুটে নৌযান চলাচল সাময়িক বন্ধ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাময়িক সময়ের জন্য নৌযান চলাচল বন্ধ রয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের ড্রেজিং পাইপের কাজ চলছে সে কারণে লঞ্চ, স্টিমার ও ফেরিগুলো মাদারীপুরের শিবপুর উপজেলার হাজরা পয়েন্টে গিয়ে অপেক্ষায় রয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ কাজ শুরু হয়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, বর্তমানে পদ্মা সেতু প্রকল্পের ড্রেজিং পাইপের কাজ চলছে। লঞ্চ, স্টিমার ও ফেরিগুলো ঘাট থেকে ছেড়ে এসে হাজরা পয়েন্টে অপেক্ষায় রয়েছে।

ধারণা করা যাচ্ছে, ৩০-৪৫ মিনিটের মধ্যে ফেরিগুলো নৌরুট দিয়ে চলাচল করতে পারবে। নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।