আটক ছানোয়ার হোসেন উপজেলার ধামাচামা গ্রামের ফটিক ব্যাপারীর ছেলে বলে জানা যায়।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার (২৯ অক্টোবর) রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি এর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। অপর ছিনতাইকারীদের আটকসহ খোয়া যাওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে যোগ করেন এসআই মঞ্জুরুল হক।
স্থানীয়রা জানান, উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের আব্দুল হাকিমের ছেলে সাইদুল ইসলাম ওরফে রবিউলের ধামাচামা বাজারে হেমা ফোন ফ্যাক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি মনোহরি সামগ্রী বিক্রিসহ বিকাশের মাধ্যমে টাকা আদান প্রদান করেন।
রোববার রাতে ১০টার দিকে অন্যদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে ৬ লাখ টাকা ছিলো। ধামাচামা বাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসেন এবং ছানোয়ার হোসেন নামে এক ছিনতাইকারী আটক করেন। তবে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় অন্য ছিনতাইকারীরা।
আহত ব্যবসায়ী সাইদুল ইসলাম ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমবিএইচ/জিপি