সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের সামনে কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট জহুরুল হায়দারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, কলেজ অধ্যক্ষ ইকরামুল কবির বাবলু, শিক্ষক রবীন্দ্রনাথ মাঝি, কোমল কান্তি মণ্ডল, তাপস কুমার মণ্ডল, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অভিযুক্ত শেখর মণ্ডলসহ তার বন্ধুদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন।
২৫ অক্টোবর শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বড়কুপোট গ্রামের রঞ্জন মণ্ডলের ছেলে শেখর মণ্ডলসহ তার ৩-৪জন সহযোগী স্থানীয় বাঁশের হাটের সামনে জয়শ্রী চক্রবর্তীর পথরোধ করে। এ সময় বখাটেরা জয়শ্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেয়। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সন্ধ্যায় সে আত্মহত্যার পথ বেছে নেয়।
নিহত জয়শ্রী চক্রবর্তী (১৭) আটুলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের মাখন চক্রবর্তীর মেয়ে ও নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনায় গত ২৭ অক্টোবর মাখন চক্রবর্তী বাদী হয়ে বখাটে শেখর মণ্ডলসহ তার ৩-৪জন সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ