ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে তন্ময় হত্যা মামলায় গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ময়মনসিংহে তন্ময় হত্যা মামলায় গ্রেফতার ৩ ময়মনসিংহে তন্ময় হত্যা মামলায় গ্রেফতার ৩

ময়মনসিংহ: ময়মনসিংহের চাঞ্চল্যকর তন্ময় হত্যা মামলার আসামি রোহান ইসলাম রিয়াদসহ (২১) ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

দুই মাদক বিক্রেতা হলেন- মো. ইমতিয়াজ চৌধুরী (১৮) ও বদিউজ্জামান নিলয় (১৮)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহকারী পুলিশ কর্মকর্তা (এএসপি) গৌতম দেবের নেতৃত্বে রোববার (২৯ অক্টোবর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের সামনে অভিযান চালায়। এ সময় ৭৫৫ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।  

ইয়াবাসহ গ্রেফতার রাহান ইসলাম রিয়াদ চাঞ্চল্যকর তন্ময় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ২০১৬ সালের ২৫ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এরপর থেকেই সে পলাতক ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।