ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
নাটোরে জেলা প্রশাসনের মতবিনিময় সভা নাটোরে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

নাটোর: শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করাসহ লেখাপড়ার মান উন্নয়নে নাটোরে মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এসময় আরো বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঞা, সহকারী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাগরেব আলী, নাটোর আল মাদ্রাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আকতার হোসেন, নলডাঙ্গার শাখারিপাড়া দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সিংড়ার শোলাকুড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান বৃদ্ধির লক্ষ্যে মাদ্রাসা সুপারদের বেশ কিছু নির্দেশনা দেন।

নির্দেশনার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন, জাতীয় পতাকার সঠিক ব্যবহার, স্কাউটিং পরিচালনা ও জোরদার, নিয়মিত খেলাধূলার ব্যবস্থা করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা, মানসম্মত শিক্ষা দেয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ছাত্র-ছাত্রীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।