ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রামগতি আহমদিয়া কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
রামগতি আহমদিয়া কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  রামগতি আহমদিয়া কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা।  

অনুষ্ঠানের উদ্বোধন করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।  

কলেজ অধ্যক্ষ জামসেদা জাং চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, বড়খেরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস ও চরগাজী  ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।  

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।  

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।