রোববার (২৯ অক্টোবর) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বটতলা থেকে তাদের আটক করা হয়। পরে সোমবার (৩০ অক্টোবর) দুপুরে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হলেন- ভাঙ্গা উপজেলার চতলারপাড় গ্রামের রাসেল মিয়া (২১), একই গ্রামের শাকিল মাতুব্বর (১৬) ও উপজেলার পাতরাইল গ্রামের সামসু মাতুব্বর (৩৫)।
মেজর মো. রাকিবউজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির মোবাইলে কল দিয়ে জীনের বাদশা পরিচয় দেন এই চক্রের সদস্যরা। কখনও সাধু-সন্ন্যাসী সেজে বিভিন্ন রোগের চিকিৎসার কথা বলে প্রতারণার মাধ্যমে নারী ও সমাজরে নিম্ন আয়ের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন তারা। এমন প্রতারণার শিকার বেশ কয়েকজনের অভিযোগের ভিত্তিতে দুই মাস ধরে এই চক্রটিকে ধরতে কাজ শুরু করে র্যাব-৮। পরে রোববার রাতে এই চক্রের মূলহোতা রাসেল মিয়াসহ ৩ জনেক আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণ বলে প্রচারিত ২২টি পিতলের সরঞ্জাম, ২টি ল্যাপটপ, ২৩টি মোবাইল ফোন, ৮১টি সীম কার্ড, ৪ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা ও বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
টিএ