ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে কর মেলা শুরু বুধবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
নারায়ণগঞ্জে কর মেলা শুরু বুধবার সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: করদাতাদের উৎসাহিত ও নতুন করদাতাকে করের আওতায় আনার জন্য চার দিনব্যাপী কর মেলার আয়োজন করেছে নারায়ণগঞ্জ কর অঞ্চল। 

বুধবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ ক্লাবে সকাল ১০টা থেকে ৪ নভেম্বর পর্যন্ত কর মেলা অনুষ্ঠিত হবে।  

এ বিষয়ে সবাইকে জানাতে সোমবার (৩০ অক্টোবর) সকালে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ কর কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এসময় নারায়ণগঞ্জ কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে যে পরিবারের সব সদস্যরা কর দিচ্ছেন সেই পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে সম্মননা দেওয়া হবে।

তিনি বলেন, ফতুল্লায় বহুতল ভবন ও বাসাবাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসব বাড়ির অনেক বাড়িওয়ালা মাসে লাখ টাকা ভাড়া আদায় করলেও কর দেন না। তাদের কর দিতে উৎসাহিত করা হবে এবং করের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, করদাতাদের উদ্বুদ্ধ করতে মেলার পর ৮ নভেম্বর সর্বোচ্চ আয়কর প্রদানকারী ও দীর্ঘমেয়াদী আয়কর প্রদানকারীদের সম্মাননা দেওয়া হবে। সৎ করদাতাদের উৎসাহিত ও নতুন করদাতাকে করের আওতায় আনার জন্য ট্যাক্স কার্ডের পরিধি বৃদ্ধি করে কয়েকটি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড দেওয়া হবে।

তিনি বলেন, এবারও মেলায় করদাতাদের সব ধরনের তথ্য সেবা দেওয়া হবে। থাকবে ই-টিআইএন রেজিস্ট্রেশন ব্যবস্থা, রিটার্ন দাখিল, ই-পেমেন্ট কর পরিশোধ ইত্যাদি। এছাড়া বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বুথ থাকবে। কর পরিশোধের জন্য মেলায় থাকবে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বুথ। তাছাড়া ভ্রাম্যমাণ মেলারও আয়োজন থাকবে।

এসময় আরও বক্তব্য দেন-অতিরিক্ত কর কমিশনার মো. জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার এসএম আবুল কালাম আজাদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।