সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় শশুরবাড়ি থেকে ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এএ