ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ জীবনের জন্য সাঁতার গুরুত্বপূর্ণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
নিরাপদ জীবনের জন্য সাঁতার গুরুত্বপূর্ণ সাঁতার প্রতিযোগিতা-ছবি-অনিক খান

ময়মনসিংহ: নিরাপদ জীবনের জন্য সাঁতার গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। 

তিনি বলেন, শরীর সুস্থ রাখার জন্য সাঁতার গুরুত্বপূর্ণ। সম্প্রতি সাঁতারের সুযোগ কমে এসেছে।

 

বাচ্চারা এখন সাঁতার শিখছে না। নিয়মিত চর্চা থাকলে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারবে।  

সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা সুইমিং পুলে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও ময়মনসিংহ সুইমিং ক্লাবের আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।  

এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের ৯০ জন শিক্ষার্থী অংশ নেন। পরে ১৮টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে ৫৪ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  

ময়মনসিংহ সুইমিং ক্লাব ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন মুকুল।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।