তিনি বলেন, শরীর সুস্থ রাখার জন্য সাঁতার গুরুত্বপূর্ণ। সম্প্রতি সাঁতারের সুযোগ কমে এসেছে।
বাচ্চারা এখন সাঁতার শিখছে না। নিয়মিত চর্চা থাকলে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারবে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা সুইমিং পুলে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও ময়মনসিংহ সুইমিং ক্লাবের আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের ৯০ জন শিক্ষার্থী অংশ নেন। পরে ১৮টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে ৫৪ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ময়মনসিংহ সুইমিং ক্লাব ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন মুকুল।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএএএম/আরআর