সোমবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় ৩ নম্বর কুশমাইল বরুকা মধ্যপাড়া গ্রামে এ বিদ্যুতায়ন অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার, উপজেলা আওয়া লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম, ৩ নম্বর কুশমাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক প্রমুখ।
ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম আবুল কালাম আজাদ জানান, প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ বিদ্যুৎ লাইনের জন্য ব্যয় হয়েছে ৪০ লাখ ৪১ হাজার ৬’শ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএএএম/জিপি