ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
হবিগঞ্জে টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে জাবেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জাবেদা জেলার নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের শাহ আজমান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, জাবেদা দুপুরে ব্যাটারি চালিত টমটমে করে হবিগঞ্জ আদালত এলাকায় যাচ্ছিলেন। পথে শহরের চৌধুরী বাজার এলাকায় টমটমের চাকায় তার ওড়না পেঁচিয়ে গেলে তিনি মাটিতে পড়ে আহত হন। স্থানীয় লোকজন এ অবস্থায় জাবেদাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. দীপংকর রায় তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।