সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জাবেদা জেলার নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের শাহ আজমান আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, জাবেদা দুপুরে ব্যাটারি চালিত টমটমে করে হবিগঞ্জ আদালত এলাকায় যাচ্ছিলেন। পথে শহরের চৌধুরী বাজার এলাকায় টমটমের চাকায় তার ওড়না পেঁচিয়ে গেলে তিনি মাটিতে পড়ে আহত হন। স্থানীয় লোকজন এ অবস্থায় জাবেদাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. দীপংকর রায় তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসআই