ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দুদকের মামলায় বাগেরহাট জেলা রেজিস্ট্রার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
দুদকের মামলায় বাগেরহাট জেলা রেজিস্ট্রার গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাট জেলা রেজিস্ট্রার মো. ফজলার রহমানকে গ্রেফতার করেছে দুদক। 

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার সহকারী পরিচালক মাহতাব উদ্দিনের নেতৃত্বে শহরের পুরাতন কোর্ট চত্ত্বরের বাগেরহাট জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় প্রায় ১০ একর সরকারি জমি অনিয়মের মাধ্যমে দলিল সম্পন্ন করার অভিযোগে রোববার (২৯ অক্টোবর) দুদকের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।  

২০১৩ সালে ফজলার রহমান ভালুকার সাব-রেজিস্ট্রার থাকাকালীন এ দুর্নীতি করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদি হয়ে মো. ফজলার রহমানের নামে ভালুকা থানায় ফৌজদারী মামলা দায়ের করেন।

দুদকের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন বাংলানিউজকে জানান, ভালুকা থানায় দুদকের দায়ের করা মামলায় মো. ফজলার রহমানকে গ্রেফতার করে বিকেলে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে পাঠানো হয়েছে।

দুদক, ময়মনসিংহের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, ২০১৩ সালে ভালুকা থানায় সাব-রেজিস্ট্রের হিসেবে কর্মরত থাকাকালীন মো. ফজলার রহমান সরকারের অনুমতি না নিয়ে বন বিভাগের ৯ দশমিক ৬৪ একর জমি ছয়টি দলিলের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক হোসেন ফালুর নামে রেজিস্ট্রি করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে দুদকের কাছে অভিযোগ দায়ের হলে তারা তদন্ত শুরু করেন। অভিযোগের সত্যতা পেয়ে রোববার মো. ফজলার রহমানকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।