ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
সাতক্ষীরায় ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা শুরু

সাতক্ষীরা: সাতক্ষীরায় দুই দিনব্যাপী চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলা-২০১৭ শুরু হয়েছে। 

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।  

ইউএসএইড ও লাল তীরের পৃষ্ঠপোষকতায় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফুলস্টপ এ মেলার আয়োজন কর।

 

ফুলস্টপের ম্যানেজার রাকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, লাল তীরের এরিয়া ম্যানেজার মো. ফখরুদ্দিন ও কৃষক আয়েশা বেগম।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।