ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
সাভারে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে ট্রাকের নিচে চাপা পড়ে শিহাব আহমেদ প্রান্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। 

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

প্রান্ত সাভার সিপিলেন এলাকার আবদুল হাকিম আহমেদের ছেলে।

তিনি রাজধানী কাওরানবাজারে আহসানুল্লাহ ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিপ্লোমার ছাত্র। তাদের গ্রামের বাড়ি পাবনার চাটমোহর থানায়।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সোহলে আল মামুন বাংলানিউজকে জানান, বিকেলে সাভার বাসস্ট্যান্ডের সামনে তেলবাহী ট্রাক পেছন থেকে একটি মোটসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী প্রান্ত নিহত ও তার বন্ধু গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টাত, অক্টোবর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।