ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় ওই ইউনিয়নের সন্তোষপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল পাশ্ববর্তী খাজুরিয়া এলাকার আষ্ট্রা গ্রামের মৃত ছেলামত উল্লার ছেলে।

স্থানীয় ব্যবসায়ী আবু ইউসুফ বাংলানিউজকে বলেন, শিশুটি এলাকার একটি মৎস্য খামারের কাছ দিয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় নুরুল শিশুটিকে প্রলোভন দিয়ে মৎস্য খামারের প্রহরীর ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে নুরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিশুটির পিতা বাংলানিউজকে জানান, স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় শিশুর পিতা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত নুরুল ইসলামের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।