ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে নাসির বিড়ি ও কয়লা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
সুনামগঞ্জে নাসির বিড়ি ও কয়লা জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪২ হাজার পিস শেখ নাসির বিড়ি, ৫টি গরু ও ১ হাজার ১০০ কেজি কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে রোববার (২৯ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, তাহিপর উপজেলার লাউরগড় সীমান্তের মেইন পিলার-১২০৩ এর কাছ থেকে ৪২ হাজার পিস ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করা হয়। এর মূল্য ৬৩ হাজার টাকা।

এদিকে বিশ্বম্ভপুর উপজেলার চিনাকান্দি এলাকার সীমান্ত পিলার ১২১০/২-এস এর কাছ থেকে ২টি গরু আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ হাজার টাকা।

এছাড়াও দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্ত মেইন পিলার ১২২৮ এর কাছ থেকে ৩টি গরু আটক করা হয়। যার বাজার মূল্য ৯০ হাজার টাকা।

অপরদিকে তাহিরপুর উপজেলার টেকেরঘাটের সীমান্ত পিলার ১১৯৬/৬-এস এর কাছ থেকে ১ হাজার ১০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার মূল্য ১৪ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।