ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ২ ফার্মেসী মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
লালমনিরহাটে ২ ফার্মেসী মালিককে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটে দুই ফার্মেসী মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট শহরের রেল বাজারে এ অভিযান পরিচালনা করেন লালমনিরহাট নেজারত ডেপুটি কালেক্টর গোলাম ফেরদৌস।

জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ও ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের রেল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর গোলাম ফেরদৌস।

এসময় ওই বাজারের ২ ফার্মেসী মালিকেকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া ১২ জন ওষুধ ব্যবসায়ীকে প্রথম বারের মত সতর্ককরণ নোটিশ দেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।