ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ওষুধ কারখানা সিলগালা, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
নোয়াখালীতে ওষুধ কারখানা সিলগালা, আটক ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে একটি অবৈধ ও নকল ওষুধ তৈরির কারখানা সিলগালা করেছেন র‌্যাব-এর ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ওষুধ কারখানাটি সিলগালা করা হয়।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, বিকেলে চরমটুয়া ইউনিয়নের খরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত আলাক্সা ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কারখানায় অভিযান চালানো হয়।

এসময় কারখানায় কোনো বৈধ লাইসেন্স না থাকায় ও বিভিন্ন কোম্পানির ওষুধ নকল করে ওষুধ তৈরির অপরাধে কারখানা থেকে ৬ জনকে আটক করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইয়াছিন আরাফাতের উপস্থিতিতে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।