সোমবার (৩০ অক্টোবর) পৃথক বিবৃতিতে তারা ক্ষোভ ও নিন্দা জানান।
বিবৃতিতে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, সাংবাদিক নেতা কাজী শাহেদের ওপর হামলার চেষ্টাকারীরা সন্ত্রাসী।
পাশাপাশি এ ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদেরও খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে পৃথক বিবৃতিতে কাজী শাহেদকে হত্যার চেষ্টাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে এএইচএম খায়রুজ্জামান লিটনও। তিনি বলেন, রাজশাহীতে অতীতে কোনো সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেনি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান আওয়ামী লীগ নেতা লিটন।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসএস/এমএ